কুষ্টিয়ায় মাদক সেবন নিয়ে প্রতিপক্ষের হামলায় এক মাদকসেবী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সেবন নিয়ে প্রতিপক্ষের হামলায় লালচাঁদ (৩২) নামে এক মাদকসেবী নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন জামালপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় জামালপুর গ্রামের দুখু মিয়ার ছেলে লালচাঁদ মাদক সেবন করছিল।

এ সময় একই এলাকার সিরাজ, রিপন ও দুলালসহ ৫-৬ জন তাকে মাদক সেবনে বাধা দেয়। বাধা নিষেধ অমান্য করে লালচাঁদ মাদক সেবন করতে থাকলে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাদক সেবনে বাধাদানকারীরা মাদকসেবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় লালচাঁদকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সে মারা যায়।

মাদকসেবীর মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার (ওসি) শাহ দারা খান জানান, এমন খবর শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।