কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিজয় উৎসব শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি : মহান বিজয়ের মাস উপলক্ষে কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে।

জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বুধবার সন্ধ্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জলন করে উৎসবের সূচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক শ্যামল ভৌমিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ প্রমুখ।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ১৬ ডিসেম্বর রাতে শেষ হবে তিন দিনব্যাপী বিজয় উৎসব।