আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার একটি হাসপাতালে ভুল রোগীর মস্তিস্কে অপারেশনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কেনিয়াত্তা ন্যাশনাল হাসপাতালের ওই নিউরোসার্জন ও পরিচালককে বরখাস্ত করতে বাধ্য হয়েছে।
এর আগে গত সপ্তাহে একই হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে রোগীকে যৌন হয়রানি ও শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি ন্যাশন জানিয়েছে, গত রোববার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে দুজন রোগী ভর্তি হয়। এদের একজনের মস্তিস্কে রক্ত জমাট বাধায় তা অপসারণের কথা ছিল। অপরব্যক্তির মাথায় আঘাত পেয়েছিলেন। তার সাধারণ চিকিৎসার প্রয়োজন ছিল। এদের একজনের মস্তিস্কে অপারেশনের ঘন্টাখানেক পর চিকিৎসক দেখতে পান সেখানে কোনো জমাট রক্ত নেই। পরে তিনি বুঝতে পারেন, ভুল রোগীর অপারেশন হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এক সার্জন, দুই সেবিকা ও একজন অ্যানেসথেশিয়াবিদকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সিসিলি কারিউকি এ ঘটনায় হাসপাতালের প্রধান নির্বাহীকে বরখাস্ত করেছেন।


