নিজস্ব প্রতিবেদক : শুক্রবার রাত দেড়টার দিকে ইকুরিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
নিহতরা হলেন-চালক চান মিয়া (৩৮), ফালান মিয়া (২৫),আফজাল হোসেন (২৮)।
দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে এক নারীসহ চার যাত্রী একটি অটোরিকশায় ওঠেন। তারা রাজধানীর পোস্তাগোলায় যাচ্ছিলেন। ইকুরিয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক ওই অটোরিকশাটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হন আরো দুইজন। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া পর একজন মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।


