খালেদা জিয়ার জামিন বাতিলের আদেশ ১৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনের জামিন বাতিল হবে কি না সেই আদেশের তারিখ পিছিয়েছে। আগামী ১৭ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।

আজ মামলাটিতে খালেদা জিয়াসহ তিনজনের জামিন বাতিলের আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে আদালত পরিবর্তন চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। আর খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি জানিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধীতা করেন। তিনি বলেন, খালেদা জিয়া আদালত বদলির আবেদন করেছেন। আবেদন করলেই মামলার কার্যক্রম বন্ধ হয়ে যাবে না। খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে গেলেই তারা বিচারক বদলির জন্য উচ্চ আদালতে যান। খালেদা জিয়া অনুপস্থিত। আত্মপক্ষ সম্পূর্ণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেন মোশাররফ হোসেন কাজল।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ১৭ আগস্ট ধার্য করেছেন।

এদিকে আজ মামলাটিতে ব্যবসায়ী সরফুদ্দিন আহমেদ নিজেকে নির্দোষ দাবি করে নিজের পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা তিনি আত্মসাৎ করেননি বলে জানান।

এর আগে গত ৩ আগস্ট আদালতকে অসহযোগিতা করায় খালেদা জিয়াসহ তিনজনের জামিন কেন বাতিল হবে না তার কারণ দর্শাতে বলেন বিচারক। এরপর খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী জয়নুল আবেদীন, কাজী সালিমুল হক কামালের পক্ষে তার আইনজীবী মিজানুর রহমান ও সরফুদ্দিন আহমেদের পক্ষে রেজাউল করিম সরকার কারণ দর্শান।

একই আদালতে বিচারাধীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটিতে আজ সাক্ষীদের জেরার জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা প্রদান করেন। একই সঙ্গে তারা জেরা পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত এ মামলাটিতেও সময় মঞ্জুর করে পরবর্তী জেরার তারিখও ১৭ আগস্ট ধার্য করেছেন।

এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে জয়নুল আবেদীন, এ জে মোহাম্ম আলী, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জাকির হোসেন ভূঁইয়া, জয়নুল আবেদীন মেজবাহ, হান্নান ভূঁইয়া, হেলাল উদ্দিন, নুরুজ্জামান তপন প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।