
নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে অস্থায়ী আদালতে বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামান শুনানি শেষে স্থায়ী জামিনের আবেদন নাকচ করে দেন।
এদিন দুই মামলায় হাজিরা দিতে ১১টা ৪০ মিনিটে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। তিনি আদালতে হাজির হওয়ার আগে ১০টা ৫৩ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আমিনুল ইসলাম স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের দুই কর্মকর্তা মকবুল হোসেন এবং আমিরুল ইসলামকে জেরা করেন। তখনো আদালতে হাজির হননি খালেদা জিয়া। খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়া পর্যন্ত বেলা সাড়ে ১১টার দিকে বিরতিতে যান বিচারক। খালেদা জিয়া আদালতে হাজির হলে ১১টা ৫২ মিনিটে পুনরায় মামলার কার্যক্রম শুরু হয়।
এরপর মাসুদ আহমেদ তালুকদার দুই মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন করেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন। তিনি বলেন, ‘আজকে অরফানেজ ট্রাস্ট মামলাটি আত্মপক্ষ শুনানির জন্য ধার্য রয়েছে। আগে সেটা শুরু করি। খালেদা জিয়া ৫০ থেকে ৬০ পৃষ্টার বক্তব্য দিয়েছেন। শেষ হয়নি। তিনি আজও বক্তব্য দেবেন। আমরা আগে সেটা শুরু করি।’
তখন ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘৫০ বছর পার হয়েছে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। সেখানে দেখেছি কোন আবেদন থাকলে আগে সেটা নিষ্পত্তি করতে।’
তিনি বলেন, বিষয়টা সামান্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি (বিচারক) বিশ্বাস করতে পারছেন না জামিন দিলে খালেদা জিয়া আসবেন কি না। আর কোনোদিন শুনিনি সাপ্তাহিক জামিনের বিষয়। তিনি আগে যেভাবে জামিনে ছিলেন সেভাবে রাখেন। তিনি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। দেশে ফিরে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। তার জামিনের বিষয়টি পুনর্বিবেচনা করেন।’ একই সঙ্গে মামলার বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার জামিনের আবেদন জানান তিনি। যখন আদালত তাকে আসতে বলবেন তখন তিনি আদালতে আসবেন এমন আশ্বস্ত করেন মওদুদ আহমেদ।
এরপরও খালেদা জিয়ার স্থায়ী জামিনের বিরোধিতা করেন মোশাররফ হোসেন কাজল।
এরপর বিচারক জামিনের বিষয়ে পরে আদেশ দেবেন জানিয়ে খালেদা জিয়াকে বক্তব্য শুরু করতে বলেন। বেলা ১২টা ৭ মিনিটে খালেদা জিয়া বক্তব্য দেয়া শুরু করেন। এক ঘণ্টা ২০ মিনিট বক্তব্য দেন তিনি। এদিন আর পারবেন না বলে আদালতকে জানান খালেদা জিয়া।
এরপর আদালত খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্যের তারিখ আগামী ১৬ নভেম্বর ধার্য করেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করেন। এরপর বেলা ১টা ৪০ মিনিটে আদালত থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে যান।
উল্লেখ্য, গত ২ নভেম্বরও খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
এদিকে খালেদা জিয়ার আদালতে আসাকে কেন্দ্র করে সিনিয়র নেতারা আদালতে হাজির হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবীর রিজভী, নজরুল ইসলাম খান, শামসুর রহমান, শিমুল বিশ্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, আফরোজা আব্বাস, খায়রুল কবীর খোকন, শায়রুল কবীর খান আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবীদের মধ্যে ছিলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আব্দুর রেজ্জাক খান, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জাকির হোসেন ভূইয়া, হান্নান ভূঁইয়া, ওমর ফারুক ফারুকী, জয়নুল আবেদীন মেজবাহ, হান্নান ভূইয়া, হেলাল উদ্দিন, নুরুজ্জামান তপনসহ শতাধিক আইনজীবী ।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।
২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।