খুব শিগগিরই গাজীপুরের নুহাশ পল্লীতে গড়ে তুলা হবে হুমায়ূন স্মৃতি জাদুঘর

এস,এম,মনির হোসেন জীবন : জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিনে গাজীপুরের নুহাশ পল্লীতে কেক কেটেছে স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিষাদ ও নিনিত। এসময় শাওন বলেন, পরিবারের সবার অনুমতি নিয়ে খুব শিগগিরই নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর প্রতিষ্টা করা হবে। এখানে খুব শিগগিরই গড়ে তুলা হবে হুমায়ুন আহমেদ স্মৃতি জাদুঘর। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুই ছেলেকে সঙ্গে নিয়ে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পন করেন মেহের আফরোজ শাওন। পরে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, অভিনেতা সৈয়দ হাসান সোহেলসহ বিভিন্ন অভিনেতা ও নুহাশ পল্লীর কর্মকর্তা, হুমায়ূন ভক্ত,কর্মচারি ও-দর্শনার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এদিকে লেখকের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে নুহাশ পল্লী কর্তৃপক্ষ। নুহাশ পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল জানান, কর্মচারীদের পক্ষ থেকে রোববার রাত ১২টা ১মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কাটা হয়েছে।

নুহাশ পল্লীর ভাস্কর আসাদুজ্জামান খান বলেন, স্যারের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শেকড়-বাকলের তৈরি ৬৯ ধরনের শিল্পকর্মের প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। তার তৈরি এসব শিল্পকর্ম সেখানে বিক্রিও করা হবে।