
ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ডায়নামাইটস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উিইকেট হারিয়ে ২০২ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে। জয়ের জন্য খুলনাকে করতে হবে ২০৩ রান।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলেন কুমার সাঙ্গাকারা ও এভিন লুইস। এরপর সাঙ্গাকারা সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২০ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে ১১৬ রান তোলেন লুইস ও ক্যামেরুন দেলপোর্ত। দলীয় ১৫৪ রানের মাথায় লুইস আউট হন। যাওয়ার আগে ৪০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে যান। ১৫৭ রানের মাথায় দেলপোর্তও আউট হয়ে যান। তিনি ৩১ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৪ রান করে যান। এরপর নারিনের ১৬ ও মোসাদ্দেকের অপরাজিত ১০ রানে ভর করে ২০২ রানের বড় সংগ্রহ পায় ঢাকা।
বল হাতে খুলনার আবু জায়েদ ও শফিউল ইসলাম ২টি করে উইকেট নেন।
ঢাকা ডায়নামাইটস তাদের প্রথম ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে সিলেট সিক্সার্সের কাছে হেরেছে। অন্যদিকে খুলনা টাইটান্স এই ম্যাচ দিয়ে তাদের বিপিএল মিশন শুরু করল।