খুলনায় একটি ভবনের ছাদের একাংশ ধসে এক বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় একটি ভবনের ছাদের একাংশ ধসে সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে মহানগরীর চাঁনমারী মতিয়াখালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাঁনমারী মতিয়াখালি এলাকার বাসিন্দা মো. তুরানের মালিকানাধীন দোতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন সাহিদা বেগম। ভোরে ঘুমন্ত অবস্থায় ছাদের একাংশ তার বুকের ওপর ধসে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।