খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় জাহিদুর রহমান  (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে নগরীর খালিশপুরের বঙ্গবাসীর মোড়ে এ ঘটনা ঘটে। জাহিদুর  খালিশপুরের বঙ্গবাসী এলাকার নতুন কলোনির সাব্বির হোসেনের ছেলে।

এ সময় জাহিদুরের বড় ভাই জাভেদকেও (৩০) কুপিয়ে আহত করা হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর তৈয়মুর ইলী বলেন, ‘জাহিদ ও জাভেদ বঙ্গবাসীর মোড়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত জাহিদ ও জাভেদকে কুপিয়ে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জাহিদকে মৃত ঘোষণা করেন।’