
মোঃ – মেহেদী কাটাখালী বাগেরহাট সংবাদদাতাঃ খুলনা মোংলা মহাসড়কে যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ দিনেও উন্নতি হয়নি ইট বালু আর পাথর দিয়ে খানা খন্দর মেরামত করলেও কাজের কাজ কিছু হচ্ছে না বিশেষ করে আগের থেকে জনসাস্ত ও প্রকৌশলী বিভাগ এই গুরুত্বপূর্ণ মহাসড়কের দিকে নজর দিলে এ অবস্থ সৃষ্টি হত না। ঠিক সময় মত নজর না দেওয়ায় খুলনা থেকে মংলা ৪২ কিঃ মিঃ সড়কের প্রায় ৮০ ভাগের অবস্থা অত্যন্ত করুন হয়ে পরেছে। এতে জনদূর্ভোগ চরমে পৌছিয়েছে। গত ২ দিন আগে সরজমিনে ঘুরে দেখা গেছে মহা সড়কটির কাটাখলী থেকে ফয়লা খানজাহান আলী বিমানবন্দর পর্যন্ত দৃর্ঘ ১০ কিলোমিটার চলাচলে অযোগ্য হয়ে পড়ায় ইট বালু আর পাথর কুচি দিয়ে মেরামত করলেও কাজের কাজ কিছু হচ্ছে না। এর পর ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড় থেকে দিগরাজ পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ কিঃ মিঃ সড়কের মাঝে উচু ও বিশাল বিশাল খানা খন্দকে সৃষ্টি হওয়ায় সড়কটি সংস্কারের অভাবে পিচ উঠে গিয়ে বড় বড় গর্থে পরিনত হয়েছে। এলাকাবাসি বলে সড়ক ও জনপদ বিভাগ আগের থেকে এ গুরুত্বপূর্ণ সড়কটির দিকে নজর দিলে এ অবস্থা সৃষ্টি হত না আর বড় বড় গর্থের মর্ধ্যে দিয়ে জনপদের চলাচল করতে হত না । পথচারি, গাড়ি চালক, স্কুলগামি ছাত্র ছাত্রীদের নিকট জানতে চাওয়া হলে সাংবাদিককে জানান ভাংঙ্গাচুরা রাস্তা দিয়ে চলাচলে কারণে ঠিকমত সময় গন্তব্য স্থনে পৌছাতে পারি না এতে প্রতিনীয়ত দূর্ঘটনার স্বীকার হতে হয়। পথ চারীদের অভিযোগে জানান আগে খুলনা থেকে মোংলায় যেতে ঘন্টা খানিক সময় লাগত।স¤প্রতি সময় অনেক বেশি লাগছে। খুলনা থেকে মোংলা প্রতিনীয়ত মোংলা, রামপালসহ অনান্য অফিস আদালতে অফিসিয়াল কাজে যওয়ার মানুষের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সময় মত অফিসের কাজে যোগদান করতে বিলম্ব হচ্ছে। আবার কো কোন সময় দেরি হলে কর্মকর্তা কর্মচারীরা হাজির হচ্ছেনা বলে সংস্লিষ্ঠ সুত্রে জানা গেছে । এক দিকে বড় বড় গর্থের কারণে যানবহন হেলেদুলে চলাচল করতে হয়। অন্যদিকে কোন কোন সময় গর্থে পড়লে টাল সামলাতে না পারলে গাড়িগুলো দূঘটনার স্বীকার হয়। এতে প্রাণহনীসহ পঙ্গুত্ব বরণ করে দীন যাপন করতে হচ্ছে অনেকের। রাতের বেলায় অনেক সময় পণ্য বোঝায় ট্রাক ভারি লড়ি ও কালভাট ভ্যান ও অনন্য যানবহন রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায়। ফলে গাড়ির মালিকর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে আবার কোন কোন গাড়ি গর্থে পড়ে একেবারে নির্শ্য হচ্ছে বলে গাড়ির মালিক ও শ্রমিকদের নিকট থেকে জানা গেছে।