
নিজস্ব প্রতিবেদক : যে গণতন্ত্রের জন্য মানুষ অনেক ত্যাগ শিকার করেছে সেই গণতন্ত্র আজ নির্বাসিত। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে তার দেওয়া বক্তব্যে একথা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ।
এর আগে খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার আগেই বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এজলাসে ওঠেন। ওই সময় খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) কাছাকাছি চলে এসেছেন যদি একটু সময় দেন।’ তখন বিচারক বলেন, ‘না আসা পর্যন্ত চ্যারিটেবল মামলায় সাক্ষ্য গ্রহণ চলুক।’
এরপর ওই সময় চ্যারিটেবল মামলায় আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে রি-কলের সাক্ষী দুদকের উপ-পরিচালক মো. নুর আহমেদকে জেরা শুরু করেন আইনজীবী আমিনুল ইসলাম। বেলা ১১টা ৪২ মিনিটে জেরা শেষ হওয়ার পর আইনজীবী আমিনুল ইসলাম খালেদা জিয়া আদালতে না পৌঁছানো পর্যন্ত শুনানি মুলতবি চাইলে বিচারক ১০ মিনিট মুলতবির কথা বলে এজলাস থেকে নেমে যান।
এরপর বেলা ১১টা ৫৮ মিনিটে খালেদা জিয়া আদালতে পৌঁছানোর পর বিচারক এজলাসে না ওঠা পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকেন। বেলা ১২টা ৪ মিনিটে বিচারক এজলাসে ওঠার পর আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার বসার অনুমতি চাইলে বিচারক অনুমতি দেন।
এরপর প্রাক্তন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অরফানেজ মামলায় ১১ জন সাক্ষীর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে এবং তা বৃহস্পতিবার আপিল ভিবাগে শুনানির পর আগামী সোমবার আদেশের জন্য রাখা হয়েছে জানিয়ে খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানি মুলতবির আবেদন করেন।
দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল এর বিরোধীতা করে বলেন, ‘সাক্ষীর বিষয়ে হাইকোর্ট তাদের আবেদন খারিজ করেছেন। তার বিরুদ্ধে আপিল করেছেন। আত্মপক্ষ শুনানির বিষয়ে উচ্চ আদালতে কোন কিছু পেন্ডিং ও স্থগিতাদেশ নেই, তাই আত্মপক্ষ শুনানিতে বাধা নেই। এরপর খালেদা জিয়ার আরেক আইনজীবী রেজ্জাক খান আত্মপক্ষ শুনানি স্থগিত রাখার আবেদন করলেও বিচারক তা নামঞ্জুর করে খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুরু করতে বলেন।
এরপর বেলা ১২টা ১৩ মিনিট থেকে খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে শুরু করে একটানা বেলা ১টা ৮ মিনিট পর্যন্ত বক্তব্য দেওয়ার পর বলেন, ‘আমার বেশি বললে সমস্যা হয়। আমার আরও বক্তব্য আছে। আজ আর বলতে পারবো না।’
এরপর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিচারকের উদ্দেশ্যে বলেন, ‘আজকের মতো শেষ করেন আগামী তারিখে আরও বলবেন।’ ওই সময় বিচারক বলেন, ‘আরও বক্তব্য থাকলে লিখিত বক্তব্য দিতে পারেন।’ তখন খালেদা জিয়া বলেন, ‘না আমি বলতে চাই।’ ওই সময় জমির উদ্দিন সরকার বলেন, ‘তিনি নিজেই আদালতে এসে বক্তব্য দিতে চান।’
এরপর দুদকের পক্ষে মোশারফ হোসেন কাজল বলেন, ‘কোন মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য হবে মামলা সম্পর্কিত। কিন্তু আমরা এখানে কি দেখছি। উনি (খালেদা জিয়া) মামলা সম্পর্কে কোন বক্তব্য দিচ্ছেন না। উনি বক্তব্যে নিয়ে এসেছেন উনার রাজনীতি ও পারিবারিক বিষয়। এমন বক্তব্য যদি দিতেই চান তবে লিখিতভাবে দেন। তিনি মুখে মুখে ওইসব বক্তব্য বলে আদালতের সময় নষ্ট করতে পারেন না।’
এরপর বিচারক বলেন, ‘৩৪২ ধারার (আত্মপক্ষ সমর্থনের বক্তব্য) বক্তব্যের মিনিং কি তা আমরা সকলেই জানি। আমি তর্কে যাব না। ৩৪২ এগিয়ে নিতে চাই। আগামী ২ নভেম্বর পরবর্তী দিন ধার্য হলো।’ এরপর বিচারক এজলাস থেকে নেমে যাওয়ার পর বেলা ১টা ৩০ মিনিটে খালেদা জিয়াও আদালত অঙ্গন ছেড়ে আসেন।
এদিন খালেদা জিয়া আদালতে আসার আগে আইনজীবী জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আব্দুর রেজ্জাক খান, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম, বোরহান উদ্দিন, মোহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, জাকির হোসেন ভূইয়া, ওমর ফারুক ফারুকী, জয়নুল আবেদীন মেজবাহ, হান্নান ভূইয়া, হেলাল উদ্দিন, নুরুজ্জামান তপনসহ শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত হন।
অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবীর খোকন, আহমেদ আযম খান, শায়রুল কবীর খান আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
এ মামলার আসামি বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না, ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।
২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।
দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।