গাইবান্ধায় এক ট্রাক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ফিরোজ কবির (২৫) নামে এক ট্রাক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফিরোজ ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ফরহাদ ইমরুল কায়েস জানান, ফিরোজ ঢাকায় ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মায়ের শারীরিক অসুস্থ্যতার কারণে কয়েকদিন আগে বাড়িতে আসেন।

আজ সকালে নিজ শয়ন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ফিরোজের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি থানায় জানায় পরিবারের সদস্যরা।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।