নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সদর উপজেলার হোতাপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সকালে দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হুমায়ুন কবীর (২৫)। তিনি সদর উপজেলার মনিপুর নয়াপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান ও স্থানীয়রা জানান, সকালে হুমায়ুন কবীর বাইসাইকেলযোগে হোতাপাড় এলাকার ফুয়াং কারখানার যাচ্ছিলেন। পথে সকাল ৭টার দিকে ময়মনসিংহগামী ট্রাক পেছন দিক দিয়ে বাইসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।


