গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলরদের ঈদ পুর্নমিলনী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার কাউন্সিলর সমন্বয় পরিষদের কার্যালয়ে ৫২জন কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক ভারপ্রাপ্ত মেয়র, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, আজমল হাসান ভূঁইয়া, আবুল হোসেন, নূরুল ইসলাম নূরু, আতাউর রহমান, আজিজুর রহমান শিরিষ, শওকত আলম, সফিজ উদ্দিন মাতাব্বার, সালমা বেগম, মাসুদুল হাসান বিল্লাল, জিল্লুর রহমান মুকুল, মোছা চৌধুরী, খলিলুর রহমান, রাখী সরকার প্রমুখ।
ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে উপস্থিত কাউন্সিলরা বলেন, সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণের পর থেকে মেয়র মান্নান নির্বাচিত কোন কাউন্সিলরদের সাথে সমন্বয় করেন না। এছাড়াও মেয়র মান্নান দায়িত্বভার গ্রহণের পর থেকে কাউন্সিলরদের অবমূল্যায়ন করে আসছে। সিটি কর্পোরেশনের ঈদ পুর্নমিলনীতে কাউন্সিলরদেরকে অবমূল্যায়ন করেন। এছাড়াও কাউন্সিলরদের সাথে সমন্বয় ছাড়া সকল প্রকার ট্রেন্ডার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তাই আগামী ৬ তারিখে মেয়র মান্নান যে মাসিক সভা ডেকেছেন তা বর্জন করা হবে। নির্বাচিত কোন কাউন্সিলর মাসিক সভায় উপস্থিত হবেন না।