
নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীর গুলশান ১ নম্বর এলাকা থেকে দুই নারী সদস্যসহ নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আবু তুরাব খান (৫৬), সাদিয়া হোসনা লাকী (৪৬) ও তাজরীন খানম শুভ (২৯)। শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা ও বগুরা জেলা পুলিশ মিলে যৌথ অভিযান চালিয়ে গুলশান ১ নম্বরের ১২৭ নম্বর সড়কের ১২ নম্বর বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্র জানিয়েছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জঙ্গিবিরোধী অভিযান অপারেশন আগস্ট বাইটের মামলা অনুসন্ধানে দেখা যায়, আকরাম হোসেন খান নিলয় নামের একজন ওই দিন হামলার জন্য পরিকল্পনা করেছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবু তুরাব খান আকরাম হোসেন খান নিলয়ের বাবা, সাদিয়া হোসনা লাকী মা ও তাজরীন খানম শুভ বোন। এই তিনজনের বিরুদ্ধেও সুনির্দিষ্টভাবে জঙ্গিবাদে অর্থ সরবরাহের অভিযোগ আছে। মাসুদুর রহমান বলেন, আকরাম হোসেন খান নিলয় নব্য জেএমবির শীর্ষস্থানীয় নেতা। তাকে পুলিশ খুঁজছে। গ্রেপ্তারকৃতরা নিলয়ের মাধ্যমে নব্য জেএমবির বায়াত গ্রহণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তারা বিভিন্ন সময় সংগঠনের কাজে অর্থ সরবরাহ ও দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিতরণ করত। এসব বিষয় তারা পুলিশের কাছে স্বীকার করেছে। আকরাম হোসেন খান নিলয় সম্পর্কে জানতে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মাসুদুর রহমান। এজন্য তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত ১৫ আগস্ট রাজধানীর পান্থপথ এলাকার হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গিবিরোধী অভিযান আগস্ট বাইট চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই দিন আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন নব্য জেএমবির সদস্য সাইফুল ইসলাম।