
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় “যুবদের জাগরন বাংলাদেশের উন্নয়ন” এই ¯েøাগানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় এক বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ।
উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কোটালীপাড়ার আয়োজনে, বিশ্ব মানব কল্যান প্রচেষ্টার (বিএমকেপি) সহযোগীতায়
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, বাংলাদেশ ইউথ কনসার্ন এর প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল, বিশ্ব মানব কল্যান প্রচেষ্টা সংগঠনের সংগঠক শ্রী মতি কৈশল্যা বাগচী, সফল কর্মী রুবী বিশ্বাস, কিশোর ঢালী, গাজী আ: জলিল।
অনুষ্ঠানে ৮ জনের মধ্যে যুব ঋনের চেক, ২ জনের মধ্যে অনুদানের চেক ও ৪০ জনের মধ্যে সেলাই প্রশিক্ষনের সনদ বিতরন করা হয়।