গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধি গোপালগঞ্জ : “বিশ্বব্যাপি বঙ্গবন্ধুর আদর্শের চেতনাকে ছড়িয়ে দিতে” শুক্রবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় দিনব্যাপি বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে কবিতা উৎসবের সুচনা করা হয়। কবি সংসদ বাংলাদেশের আয়োজনে সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা হল রুমে কবিতা উৎসবের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি কবি আসলাম সানি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর সভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক খালেক বিন জয়েন উদ্দীন ও অধ্যাপক ড. সন্তোষ ঢালী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের সাধারন সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবিতা উৎসবের আহবায়ক কবি আব্দুল গনি মিয়া, প্রচার উপ কমিটির আহবায়ক আল-আমীন তালুকদার, কবি সংসদ বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি সেতু পারভেজ, কবি সংসদ বাংলাদেশের সদস্য কবি মাসুদ পারভেজ, কবি নাহিদ আফরোজ লিজা প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা পাঠের আসর। এ আসরে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী প্রচারলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি শেখ জাহিন আহমেদ ছাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদ গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি কবি রবীন্দ্রনাথ অধিকারী, কবি সংসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবি বাপ্পি সাহা, কবি দুলাল সরকার, কবি মেহেদী হাসান।
কবিতা উৎসবে ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন শতাধিক কবি অংশনেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন।