
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জি টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতীয় সংগীত, চিত্রাঙ্কন, আবৃতি, অভিনয় ও নৃত্য ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (বিজ) ও পল্লী কর্ম ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আল-মামুন বিন সালেহ, টুঙ্গীপাড়া প্রেসক্লাবের সভাপতি বি এম গোলাম কাদের, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাম প্রসাদ সরকার, জি টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় ও অন্যান্য স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে উক্ত আয়োজনের সমাপ্তি হয়।