গোবিন্দগঞ্জ উপজেলায় তীর-ধনুক নিয়ে বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তীর-ধনুক নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত সাঁওতালরা।

হামলার প্রতিবাদ ও বাপ-দাদার জমি ফেরত দাবিতে সোমবার সকাল ১০টার দিকে তারা বিক্ষোভ মিছিল করে।

এদিকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একটি প্রতিনিধি দল সাঁওতাল পল্লী পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) শরিফ উদ্দিন, কাজী রিয়াজুল হক, অধিবাসী বিষয়ক সংসদীয় ককাস কমিটির পক্ষে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, একেএম টিপু সুলতান, ইউএনডিপির অধ্যাপক মেজবাহ কালাম প্রমুখ। পরে তারা সাঁওতাল পল্লী ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।