গোবিন্দপুরে মাদরাসার শিক্ষিকা জেসমিনার বিরুদ্ধে পাঠদান না করেও বেতন উত্তোলনের অভিযোগ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা এম এম সি মহেদেী \ বাগেরহাটের রামপালে গোবিন্দপুর এজেএস ফাজিল ডিগ্রী মাদরাসার সহকারী শিক্ষিকা জেসমিনা বেগমের বিরুদ্ধে ছুটির দরখাস্ত দিয়ে মাদরাসায় ক্লাস না করে ও মাসে মাসে বেতন ভাতাদী উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মোনাব্বার হোসেন নামের জনৈক ব্যক্তি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগে জানাগেছে, গোবিন্দপুর এজেএস ফাজিল ডিগ্রী মাদরাসার সহকারী শিক্ষিকা জেসমিনারা বেগম তার প্রভাবশালী ব্যবসায়ী স্বামীর প্রভাব খাটিয়ে মাঝে মধ্যে ২/১টি ক্লাস করেই বাড়িতে চলে যান। ওই শিক্ষিকার স্বামীর সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সখ্যতা থাকার কারনে বিষয়টি তিনি মুখবুজে সহ্য করেন। ওই শিক্ষিকা গত ১০/০৯/২০১৭ তারিখ থেকে মাদরাসায় হাজির না হয়ে দীর্ঘ ২মাস ধরে অনুপস্থিত রয়েছেন।

একটি সাধারণ প্রেসক্রিপশন জমা দিয়ে তিনি অনঅনুমোদিত ছুটি ভোগ করছেন। তার স্থলে তিনি ওই মাদরাসার অবসর প্রাপ্ত জনৈক এবতেদায়ী শিক্ষককে মাসে ৪ হাজার টাকা দিয়ে ক্লাস করাচ্ছেন। অভিযোগে আরও জানা যায়, ওই শিক্ষিকা বছরে ৮/৯ মাসই বিভিন্ন অজুহাতে ছুটি ভোগ করে থাকেন। ছুটির দরখাস্ত জমা দিলেও হাজিরা খাতায় ঠিকমত স্বাক্ষর করে বেতন ভাতাদী নিচ্ছেন বলে এলাকা বাসি মৌখিক অভিযোগ করলেও কেউ সেটা আমলে নেয়নি। পুর নভেম্বর মাস জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়ার চাপ ও পরিক্ষা চলছে এমতাবস্থায় শিক্ষিকার অনঅনুমোদিত ছুটি ভোগে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মক ব্যহত হচ্ছে বলে অভিভাবক মহল চরম ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগের বিষয়ে জেসমিনার বক্তব্য নিতে সাংবাদিকরা তার প্রতিষ্ঠানে গেলেও তিনি সামনে এসে কোন বক্তব্য দেননি।

এ বিষয়ে ওই মাসদারার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ আয়ুব হোসেনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গড় হাজিরার বিষয়টি সত্য নয় তবে তিনি মাঝে মধ্যে হাজিরা দিয়েছেন। তার ছুটির বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ কোন অনুমতি দিয়েছেন কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের দেখা করে চা খাওয়ার অনুরোধ করেন। অভিযোগের বিষয়ে ওই মাদরাসার সভাপতি ডাঃ এনামুল হকের মুঠো ফোনে যোগাযোগ করে দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন ওই শিক্ষিকা তো জানামতে কোন ছুটি নেননি। অনিয়মের বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজান মিয়া এর কাছে জানতে চাইলে তিনি ডাকযোগে লিখিত অভিযোগের কপি পেয়েছেন এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রামপালে ৪ জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালতের দন্ড
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা এম এম সি মহেদেী \ রামপালে আটক ৪ জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা করেছেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট তুষার কুমার পাল তাদের এ জরিমানা করেন। রামপাল নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানাগেছে, রবিবার রাতে ফয়লা বাজার এলাকার একটি বাড়িতে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ঝালবাড়ি গ্রামের বেলায়েত আকুঞ্জির পুত্র ইদ্রীস আকুঞ্জি, চাঁদপুর গ্রামের নুরুদ্দিনের পুত্র শেখ মিজানুর রহমান, রনসেন গ্রামের শেখ আবু জাফরের পুত্র মোঃ মনিরুজ্জামান ও ঝালবাড়ি গ্রামের তৈয়েবুর রহমানের পুত্র পলাশ মল্লিককে আটক করে। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থদন্ডে দন্ডিত করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল নিশ্চিত করেন।