চট্টগ্রামে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : রোববার বিকেল পৌনে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাম্মদ রিদোয়ান (৪০) ও ছোটন (২৫)। চট্টগ্রামের পটিয়া উপজেলার কলেজবাজার এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কলেজবাজার এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলে নিহত হন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।