চট্টগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলার সাত্তারঘাট এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার দুপুরে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ রুবেল (৩০) এবং তার চাচাত ভাই মোহাম্মদ তারেক (১৪)। তারা মোটরসাইকেলের যাত্রী ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন রাইজিংবিডিকে জানান, দুপুরে রাউজানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা রাউজান উপজেলার পশ্চিম গহিরা এলাকার বাসিন্দা।