
ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে এক ব্যবসায়িকে মারধর করে নগদ টাকা, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে বাজারের উত্তর মাথায় ওয়াপদার সামনে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাযায়, মুদি ব্যবসায়ি মোঃ আবু তাহের তার বাসা থেকে বাজার যাওয়ার সময় ওয়াপদার সামনে এলে পৌর সভার ১নং ওয়ার্ডের রশিদ মিয়ার ছেলে মোঃ আব্বাস (১৮) সহ ১০-১৫ জন মিলে আবু তাহের এর গতিরোধ করে তাকে এলোপাতারী ভাবে মারধর করে তারঁ কাছে থাকা নগদ টাকা , স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় । আবু তাহের এর ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাঁেক উদ্ধার করে চরফ্যাসন উপজেলা
স্বাস্থ্যকমপ্্েরক্সে ভর্তি করে। আবু তাহের জানান, আব্বাস প্রায় সময় মাদক খাওয়ার জন্য আমার কাছে টাকা ধার চায় । আমি টাকা দিতে অপরগতা প্রকাশ করার কারনে আমার উপর এই বর্বর হামলা চালায়। আমাকে মারধর করে ও ক্ষ্যান্ত হয়নি আব্বাস । এখন হুমকি ধমকি দিয়ে বলে টাকা না দিলে আমাকে চরফ্যাসন বাজারে কোন ব্যবসায় বানিজ্য করতে দিবে না।
এ ব্যাপারে ভুক্তভোগি আবু তাহের বাদী হয়ে চরফ্যাসন থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্বাস কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে চরফ্যাসন থানার ডিউটি অফিসার মোঃ ইয়াকুব জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি সঠিক তদন্ত করে আবু তাহের এর মত একজন সাধারণ ব্যবসায়কে ব্যবসা করে শান্তিতে বসবাস করার পরিবেশ করে দিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনটাই প্রত্যাশা এলাকাবাসির।