চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে প্রধান সন্দেহভাজন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে শিপনকে গ্রেপ্তার করা হয়। রোববার সন্ধ্যায় ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

সোমবার সকালে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, ‘মধ্যবাড্ডার ৪ নম্বর রোড এলাকার আদর্শনগরীর ৩৬০ নম্বর বাসা থেকে শিপনকে গ্রেপ্তার করা হয়। সে ওই বাসার ভাড়াটিয়া। কন্যাশিশুকে প্রথমে ধর্ষণ, এরপর হত্যা করে শিপন। তাকে রিমান্ডে নিয়ে আরো তথ্য বের করা হবে।’

পুলিশ জানায়, শিশুটি পরিবার সঙ্গে আদর্শনগরের একই বাসায় ভাড়া থাকত। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। শিশুটির বাবা একজন প্রাইভেটকারচালক।’