
ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। অভিষিক্ত বোলার রোল্যান্ড জোনসের দুর্দান্ত বোলিংয়ে গতকাল প্রথম ইনিংসে ১৭৫ রানেই অলআউট প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ১ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। ফলে স্বাগতিকদের লিড ২৫২ রানের।
ওভালের শততম টেস্ট ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে বড় টার্গেট দেওয়ার অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড। ওপেনার কিটন জেনিংস ৩৪ ও টম ওয়েস্টলি ২৮ রানে অপরাজিত রয়েছেন। গতকাল ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরা ইংলিশদের একমাত্র ব্যাটসম্যান ছিলেন অধিনায়ক অ্যালিস্টার কুক।
১২৬ রানে ৮ উইকেটে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ৫২ রান করে সাজঘরে ফেরেন তেম্বা বাভুমা। আর ১৭ রানে আউট হন মরনে মরকেল। এছাড়া শেষ দিকে হেইনো কান ১৫, কুইন্টন ডি কক ১৭ এবং কাগিসো রাবাদা ৩০ রানে আউট হন।
লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়ের বড় কারণ ইংলিশ বোলার রোল্যান্ড-জোনস। অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেন ২৯ বছর বয়সি এ পেসার। এছাড়া স্বাগতিকদের হয়ে জেমস অ্যান্ডারসন তিনটি উইকেট নেন। আর স্টুয়ার্ট ব্রুড ও বেন স্টোকস একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫৩
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৮.৪ ওভারে ১৭৫ (এলগার ৮, কুন ১৫, আমলা ৬, ডি কক ১৫, দু প্লেসি ১, বাভুমা ৫২, মরিস ২, মহারাজ ৫, রাবাদা ৩০, মর্কেল ১৭, ফিল্যান্ডার ১০*; অ্যান্ডারসন ৩/২৫, ব্রড ১/৪৪, রোল্যান্ড-জোন্স ৫/৫৭, স্টোকস ১/২৬, রুট ০/৫, মইন ০/৯)।
ইংল্যান্ড ২য় ইনিংস : ২১.ওভারে ৭৪/১ (কুক ৭, জেনিংস ৩৪*; মর্কেল ১/২০, ফিল্যান্ডার ০/৩০, রাবাদা ০/৯, মরিস ০/১০)