
মোঃ সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব অনুষ্ঠান মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা বিএনপি চালের আড়তে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫ টায় উপজেলা বিএনপি’র সাধারন-সম্পাদক আবুল কালাম(কানন) এর ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের আড়তে বিএনপি’র ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম এর উপস্থিতিতে চালের আড়তের ভিতরে লোক চক্ষুর অন্তরালে বন্দি অবস্থায় বিএনপি’র মাত্র কয়েক জন নেতা কর্মী নিয়ে মিছিল করেন।
সরেজমিনে এর পূর্বেও দেখা গেছে, উপজেলা বিএনপি দলীয় যেকোন কর্মসূচীতে কয়েক জন নেতা-কর্মী নিয়ে যে কোন নির্জন স্থানে ব্যানার টানিয়ে নিজেরাই ছবি তুলে নিজেদের ‘ফেসবুক আইডিতে” ছেড়ে দেয়। অনেক সময় থানা পুলিশের সাথে সময় ভিত্তিক চুক্তি সমঝোতা করে দু’ একটি দলীয় কর্মসূচী অনুষ্ঠান করলেও। হাতে গোন কয়েক জন ছাড়া উপজেলা বিএনপি’র বেশীর ভাগ নেতা কর্মীদের তা অজানা। এ ধরনের দলীয় কর্মসূচী গুলো যাতে ভবিষ্যতে চালের আড়তে বাতি জালিয়ে না করা হয়, সে দিকটা বিবেচনায় আনার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজর দেওয়া উচিৎ বলে মনে করেন বিএনপির সাধারন কর্মীরা।