চিন্তায় জিদান রোনালদোকে

ক্রীড়া ডেস্ক: জিরোনা ও টটেনহাম হটস্পারের বিপক্ষে হারের পর স্প্যানিশ লা লিগায় লাস পালমাসের বিপক্ষে জয়টা খুব দরকার ছিল রিয়াল মাদ্রিদের। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। তবে দলের বড় জয়ে কোনো গোল পাননি রিয়ালের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

দলের সবচেয়ে বড় তারকা রোনালদোর সাম্প্রতিক গোলখরায় উদ্বিগ্ন নন দলটির কোচ জিনেদিন জিদান। চিরচেনা বার্নাব্যুতে রোনালদো গতকালে রাতে গোল পান তবে সতীর্থ ইস্কোর গোলে ভূমিকা ছিল তার। আর তাতেই স্বস্তির ঢেঁকুর রিয়াল কোচের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘রোনালদো এখন গোলের জন্য সহায়তা করছে। তার খারাপ সময়ের অবসান হবে। রোনালদোর ক্রস থেকেই ইস্কোর গোলটি এসেছে। রোনালদোর সঙ্গে বেনজেমাও গোলের জন্য লড়াই করে যাচ্ছেন।’

রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন মার্কো অ্যাসেনসিও। গতকাল রাতে লা পালমাসের বিপক্ষে জয়েও গোল পেয়েছেন তিনি। তার পরফরম্যান্সে সন্তুষ্ট জিদান বলেন, ‘অ্যাসেনসিওর গোলে আমি সন্তুষ্ট। দলের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট পেতে এই গোলটি দারুণ ছিল।’