চিরিরবন্দরে গলিত লাশ উদ্ধার

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ  দিনাজপুর চিরিরবন্দরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসবপুর ইউনিয়নের বাঙালপাড়া ডাঙ্গির পাড়ের বাশঁঝাড় থেকে জহির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীসহ পরিবারের লোকজন জানায়, একই এলাকার মৃত আহমেদ আলীর পূত্র জহির উদ্দিন গত ৪ দিন আগে নিখোঁজ হয়। পরে আত্বীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খবর নিয়ে তাকে পাওয়া না গেলে স্থানীয় প্রশাসনকে অবগত করে। এদিকে গতকাল দুপুরে এলাকার জৈনিক এক মহিলা ঝাড় কাটতে এসে তার লাশ দেখতে পেয়ে প্রথমে স্থানীয় এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ রির্পোট লেখা পর্যন্ত চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনে এসেছি, সুরতাহাল চলছে।