
মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ কৃষকলীগ চিরিরবন্দর উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গতকাল শনিবার সকাল ১১টায় পরিচিতি সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্ সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন সাবেক কৃষক লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও সাবেক হুইপ মো: মিজানুর রহমান মানু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মো: মাহাতাব উদ্দিন সরকার, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান তরুবালা রায়, চিরিরবন্দর কৃষকলীগের সভাপতি মো: মাহাবুর রহমান,সাধারন সম্পাদক মো: খাইরুল ইসলাম শাহ্,আব্দুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মো: এরশাদ আলী মন্ডল,সাধারন সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো:মশিউর রহমান।