
সচিবালয় প্রতিবেদক : আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
জহিরুল হক বর্তমানে আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মন্ত্রণালয়ের সচিব হিসেবে আজ সোমবার তার চাকরির মেয়াদের শেষ দিন ছিল। এ পরিপ্রেক্ষিতে তাকে আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ব্যাপারে সচিব জহিরুল হক সাংবাদিকদের বলেন, ‘আদেশপত্র হাতে পেয়েছি। সবার সহযোগিতা নিয়ে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব।’
জানা গেছে, বিচার বিভাগের কর্মকর্তা জহিরুল হক এর আগে জেলা জজ হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের অনুমোদনক্রমে তিনি আইন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিযুক্ত হন। সেখান থেকে পর্যায়ক্রমে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব হিসেবে পদোন্নতি পান।’
মো. জহিরুল হককে চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়। সেখানে অনুমোদিত হওয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়।