ছিনতাইকৃত ৭ টি পাসপোর্ট,৮টি মোবাইল ও ব্যাংক চেক জব্দ; চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

এস.এম. মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ি, টিকাটুলি ও ওয়ারি থানা এলাকায় র‌্যাব-১০ এর সদস্যরা ঝটিকা অভিযান চালিয়ে সংঘবদ্ব ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ৫জন সক্রিয় সদস্যকে গেস্খফতার করেছে। র‌্যাবের হাতে গেস্খফতারকৃতরা হলেন মোঃ সালাউদ্দিন (৩৯), মোঃ শামসুল আলম (৩৮), ফরিদ আহাম্মেদ স্বপন (৩৫), মোঃ জামাল হোসেন (৫৫),ও নুর ইসলাম (৪৬)। পরে র‌্যাব সদস্যরা এদের কাছ থেকে ৭ টি পাসপোর্ট, বিভিন্ন যাত্রীদের জিম্মি করে আদায়কৃত অগ্রীম চেক সহ মোট ৫লাখ ১৩ হাজার টাকার চেক ও ৮ টি মোবাইল ফোন সেট উদ্বার করেন।
এবিষয়ে আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টার র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো: মিজানুর রহমান ভূঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র‌্যাবের প্রেসব্রিফিং অনুষ্টানে অন্যান্যদের মধ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক (ডিআইজি) মো; শাহাবুদ্দিন, এডিশনাল এসপি কম্পানী কমান্ডার মহি উদ্দিন ফারুকী ও র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো: মিজানুর রহমান ভূঁইয়া সহ র‌্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক (ডিআইজি) মো; শাহাবুদ্দিন সাংবাদিকদেরকে জানান, গত ১৯ অক্টোবর ২০১৭ তারিখ সকাল সোয়া ৭টার দিকে অভিযোগকারী ও তার ভাই মালয়েশিয়াগামী যাত্রী মোঃ শাহ জালাল সহ সিএনজি যোগে রাজধানী সুপার মার্কেটের সামনে দিয়ে টিকাটুলি-মতিঝিল যাচিছল। এসময় তারা রাজধানী সুপার মার্কেট সংলগ্ন খেলনা বাজার দোকানের কাছাকাছি আসলে ৪ জন লোক সিএনজির গতিরোধ করে দাঁড়ায় এবং ২ জন লোক পিস্তল ও ২ জন লোক ধারালো অস্ত্র তাদের দুই ভাইয়ের গলায় ঠেকিয়ে মালয়েশিয়ার ভিসা যুক্ত মোঃ শাহ জালাল এর ১ টি পাসপোর্ট, যার নং- ইই ০১৭৬০৩৭, ঊীঢ়: ১৪/০৫/২০১৯, নগদ ৩৫ হাজার টাকা ও ১ টি মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এঘটনার ঢাকার ওয়ারী থানার একটি মামলা করা হয়। যার মামলা নং-২২ তারিখ ১৯/১০/২০১৭ ধারা ঃ ৩৯২ দঃ বিঃ রুজু হয়। পরবর্তীতে র‌্যাব অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারী চক্রের সদস্যরদরকে ধরার জন্য র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল সাঁড়াশি অভিযান শুরু করেন।
প্রেসব্রিফিংয়ে ডিআইজি মো; শাহাবুদ্দিন সাংবাদিকদেরকে আরও জানান, গত ২১ অক্টোবর রাত ৯ টা দিকে র‌্যাব-১০ এর সদস্যরা রাজধানীর টিকাটুলি ইত্তেফাক মোড়ে ফুটপাতে ভিকটিমের নিকট হতে টাকা গ্রহণ করার সময় উপস্থিত জনগণের সামনে ছিনতাইকৃত পাসপোর্ট সহ তাদের সংঘবদ্ব চক্রের ৬ ব্যক্তির ৬ টি পাসপোর্ট, বিভিন্ন যাত্রীদের জিম্মি করে আদায়কৃত অগ্রীম চেক সহ মোট ৫ লাখ ১৩ হাজার টাকার চেক, ৮ টি মোবাইল ফোন সহ মোঃ সালাউদ্দিন (৩৯), পিতা-মৃত আমির উদ্দিন, সাং-৪০/১ ফকিরাপুল, কমর গলি, থানা-মতিঝিল, ঢাকা। মোঃ শামসুল আলম (৩৮), পিতা-মৃত মনতাজ উদ্দিন, সাং-জগতপুর, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-বাড়ী নং-২৫৫ (দিলদারের বাড়ীর ভাড়াটিয়া) ফকিরাপুল, গরম পানির গলি, থানা-মতিঝিল, ঢাকা ও ফরিদ আহাম্মেদ স্বপন (৩৫), পিতা-মোঃ আবুল কালাম, সাং-ইসলামপুর, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লাকে গেস্খফতার করে। পরে আটকৃতদের জিঞ্জাসাবাদে তাদের সহযোগী মোঃ জামাল হোসেন (৫৫), পিতা-আলী নওয়াব, সাং-বাউপুর, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-বাড়ী নং-৪৬৬ জাহিদ মন্ডলের ভাড়াটিয়া, আশকোনা মেডিকেল রোড, থানা-দক্ষিণ খান, ঢাকা ও নুর ইসলাম (৪৬), পিতা-মৃত নুরনবী, সাং-খাইলকুর দক্ষিণ, থানা-সদর, জেলা-গাজীপুর সহ মোট ৫ জনকে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে মামলার বাদী র‌্যাবকে জানায় যে, গত ২১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তার ভাইয়ের ছিনতাইকৃত পাসপোর্ট ১ লক্ষ টাকা দিলে ছিনতাইকারীরা ফেরত দিবে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযোগকারীকে ছিনতাইকারীদের প্রস্তাব গ্রহণের কথা বলে ফাঁদ পেতে র‌্যাব-১০ এর সদস্যরা ৫জনকে গ্রেফতার করলে ও তাদের সহযোগী চাঁদাবাজ চক্রের অপর আসামী হানিফ, দুলাল, সেলিম সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পালিয়ে যায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব-১০ এর অধিনায়ক (ডিআইজি) মো; শাহাবুদ্দিন জানান,আসামীরা অভিনব কায়দায় বিদেশগামী যাত্রীদের ছিনতাইকৃত পাসপোর্ট জিম্মি করে বড় অংকের টাকা গ্রহণের মাধ্যমে ফেরত প্রদান করে। ক্ষেত্র বিশেষে নিরীহ যাত্রীদের নিকট হতে অগ্রীম চেক গ্রহণ সহ মুক্তিপণ আদায়ের মাধ্যমে বড় অংকের টাকা গ্রহণ করে থাকে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে ডিআইজি মো; শাহাবুদ্দিন জানান,ছিনতাইয়ের শিকার যাত্রী/জনগণ/পথচারীরা ২ ভাবে হয়রানীর শিকার হয়ে থাকে। ছিনতাইয়ের শিকার হয়ে নগদ টাকা, পাসপোর্ট, টিকেট, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ অনেক মূল্যবান সম্পদ খুইয়ে থাকে। ছিনতাই পরবর্তীতে পাসপোর্ট, মোবাইল সহ ছিনতাইকৃত মূল্যবান ডকুমেন্ট ফেরত প্রদানের আশ্বাস দিয়ে অনেকটা জিম্মি করে নগদ টাকা গ্রহণ করে। কখনো কখনো ছিনতাইকৃত মালামাল ফেরত প্রদানের প্রলোভন দেখিয়ে নিভৃত স্থানে নিয়ে বড় ধরণের মুক্তিপণ আদায় করে থাকে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাব।