ছেলেবেলায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক : ‘খিলাড়ি’খ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নিজের সব বিষয়ে খোলাখুলি কথা বলতেই পছন্দ করেন এ অভিনেতা। এবার এ অভিনেতা জানালেন, ছেলেবেলায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। মুম্বাইয়ে অনুষ্ঠিত মানব পাচার নিয়ে একটি আন্তর্জাতিক কনফারেন্সে এ কথা বলেন অক্ষয়।

তিনি বলেন, ‘সবার সঙ্গে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করছি। যখন আমি ছোট ছিলাম, একজন লিফট ম্যান আপত্তিকরভাবে আমার শরীরে হাত দিয়েছিল। যেহেতু মা-বাবার সঙ্গে আমার খুব ভালো বোঝাপড়া ছিল, আমি তাদের ঘটনাটি জানিয়েছিলাম। সন্তানের সঙ্গে মা-বাবার আলোচনা খোলাখুলি হওয়া উচিৎ। এতে এ ধরনের অপরাধীরা দ্রুত ধরা পড়বে।’

বর্তমানে টয়লেট : এক প্রেম কথা সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন অক্ষয় কুমার। একই দিনে একটি সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি। এতে সিনেমাটির নানা বিষয়ে কথা বলেন এ অভিনেতা।

কিছুদিন আগে জানা যায়, অনলাইনে ফাঁস হয়েছে সিনেমাটি। এ প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘ভুল তথ্য, পাইরেসি হয়নি। কিছু হওয়ার আগেই ক্রাইম ব্রাঞ্চ তা থামিয়ে দিয়েছে। অনলাইনে কিছু নেই। আমি ক্রাইম ব্রাঞ্চকে এ জন্য ধন্যবাদ দিতে চাই।’

টয়লেট : এক প্রেম কথা সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন ভূমি পেডনেকার। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। সিনেমাটি পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিং। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।