ছোট ভাইকে পাগল সাজিয়ে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার পায়তারা বড় ভাইয়ের

রবিউল্যাহ আহমেদ: আসানসোলে জন্ম নেয়া হাজী সাহাবুদ্দীন পিতা মহিউদ্দীনের দ্বিতীয় বিয়ের পর ঘর ছাড়া হয়ে পারি জমায় কলিকাতা শহরে জীবন বাঁচার তাগিদে। বড় বোন ছকিনা বেগম উৎসাহ যোগায় ভাইকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দেশ বিভাগের রং লাগে সাহাবুদ্দীনের জীবনে। সাহাবুদ্দীন আবারও পারি জমায় তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায়। জীবন যুদ্ধে উত্তীর্ণ সাহাবুদ্দীন ১৯৬৫ সালে হজ্বব্রত পালন করেন। অত্যান্ত ধার্মীক তাবলীগের একনিষ্ঠ সেবক হাজী সাহাবুদ্দীন ২ পুত্র ও ১ কন্যা রেখে ১৯ শে মার্চ ২০১৬ সালে পরলোক গমন করেন। মৃত্যুর পূর্বে হাজী সাহাবুদ্দীন ঢাকার পশ্চিম জুরাইনের তুলা বাগিচা রোডে আধা কাঠা জমি ক্রয় করে বসতি গড়ে তুলেন এবং সদরঘাটের হকার্স মার্কেটে একটি দোকান রেখে যান। কিন্তু ১৬৪/৪ তুলাবাগিচা রোড পশ্চিম জুরাইনের এই আধা কাঠার চারতলা বাড়ী ও সদরঘাটের হকার্স মার্কেটের দোকান কাল হল মৃত হাজী সাহাবুদ্দীনের সন্তানদের জীবনে।

বড় ছেলে মোঃ আব্দুর রহমান লিটন সুচতুর। বাবার মৃত্যুর পর সে পরিকল্পনা আটতে থাকে কিভাবে সে তাঁর ছোট ভাই মোঃ আব্দুল আজিজ ও বড় বোন সাবানা বেগমকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে পুরো সম্পত্তি নিজের নামে নেওয়া যায়। অনুসন্ধানে গিয়ে জানা যায় এই পরিকল্পনায় লিটনের স্ত্রী নিপা ও শ্বশুড় বাড়ির লোকজনের উৎসাহ চোখে পড়ার মত।

বাড়ীর দ্বিতীয় তলায় ছোট ভাই আব্দুল আজিজ থাকত। গত ০১/০৭/২০১৭ইং সেখান থেকে এক প্রকার জোর করে সুচতুর ষড়যন্ত্রকারী বড় ভাই আব্দুর রহমান লিটন বের করে দেয় আব্দুল আজিজকে। বিশ্বস্ত সূত্রে জানা যায় বড় ভাই লিটন মহল্লার কিছু বাজে ছেলের হাতে টাকা ধরিয়ে দিয়ে ছোট ভাইকে নেশাগ্রস্থ করার জন্য পরামর্শ দেয়। পাশাপাশি মানসিক রোগের চিকিৎসকের কাছে আজিজ কে নিয়ে গিয়ে ১৫০০/- টাকা ভিজিট দিয়ে চিকিৎসা পত্র নিয়ে ঔষধ খাওয়াতে থাকে। যাতে করে খুব দ্রুতই তাকে পাগল বলে সাবস্ত্য করা সম্ভব হয়। ১৫০০/- টাকা ভিজিট অতিরঞ্জিত বিধায় সবার মনে সন্দেহ দেখা দেয়। উল্লেখ্য যে, প্রায় দু’মাস আগে মা গুলশান আরা বিবি’র কাছ থেকে জোর করে ষ্ট্যাম্পের উপর টিপ সই গ্রহণ করে লিটন । পরিবারের অন্য সদস্যদের ধারনা বাড়ী আর দোকান নিজের নামে করার জন্যই এই টিপ সই নেওয়া।

পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ভদ্র ও সুস্থ্য আজিজের নামে তাঁর বড় ভাই লিটন গুজব ছড়াতে থাকে যে, আজিজ পাগল হয়ে গেছে। তাঁর নামে আর বাড়ি সম্পত্তি রেজিষ্ট্রি হবে না ইত্যাদি ইত্যাদি। এরই প্রেক্ষাপটে গত ১৫ই জুলাই ২০১৭ইং আনুমানিক সকাল ৭.০০ টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি সাদা মাইক্রোবাসে কয়েকজন লোক এসে বলে আজিজের নামে শ্যামপুর থানায় মামলা আছে এবং ওয়ারেন্ট আছে। আজিজকে আমাদের সাথে যেতে হবে। বড় ভাই লিটনের উপস্থিতে ছোট ভাই আজিজকে পিছনে হাতমোড়া করা বেধে ধরে নিয়ে যায় পুলিশ ও ডিবি পরিচয়দানকারী ব্যক্তিরা।

বিশেষ প্রতিনিধি অনুসন্ধান করে জানতে পারেন যে, আব্দুল আজিজের নামে শ্যামপুর থানায় কোন মামলা নাই ওয়ারেন্ট থাকাতো দূরের কথা ! শ্যামপুর থানার ওসি অপারেশন জনাব আব্দুর রাজ্জাক বলেন বিষয়টি আমরা অবগত নই। অনুসন্ধান করতে করতে এক পর্যায়ে আজিজের সন্ধান পায় ক্রাইম পেট্রোল বিডি কলাকান্দি রোড, আব্দুল্লাপুর,  কেরানীগঞ্জে অবস্থিত “নিউ সুন্দর জীবন” নামক মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে গত ১৯/০৭/২০১৭ইং তারিখে রাত ৯.০০ টার দিকে সেখানে গিয়ে দেখা যায় আব্দুল আজিজকে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ ইউনুস খান জানান আজিজের মা গুলশান আরা বিবি আজিজকে এখানে ভর্তি করান। কিন্তু প্রতিষ্ঠানের অন্য ব্যক্তিরা বলছেন গাড়িতে তোলার পরে আজিজের বড় ভাই লিটন স্বাক্ষর করে। ১৬৪/৪ তুলাবাগিচা রোড পশ্চিম জুরাইনের বাসায় আজিজের মা গুলশান আরা বিবি কাঁদতে কাঁদতে বলেন আমার ছেলে আজিজকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। উনি কান্না জড়িত কন্ঠে বলেন আমার তাবলীগ করা ছেলে কোন দিন কোন খারাপ কাজ করে নাই। নির্দোষ আজিজকে ওরা ধরে নিয়ে গেল। আরও বলেন আমি কান্না করি আমার ছোট ছেলের জন্য কিন্তু বড় ছেলে লিটনের এটা সহ্য হয় না। স্থানীয় কয়েকজন বলছেন পুলিশ আজিজকে ধরে নিয়ে গেছে। স্থানীয় একজন বাসিন্দা জানালেন মাইক্রোবাসে আসে এবং পুলিশ পরিচয় দিয়ে আজিজকে ধরে নিয়ে যায়। অথচ শ্যামপুর থানা এ সম্পর্কে কিছুই জানেন না। মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের লোকজনকে জিজ্ঞসাবাদ করলে জুয়েল নামে এক ব্যক্তির মাধ্যমে তারা এই রোগীকে পেয়েছেন। জুয়েলের সাথে ফোনে যোগাযোগ করা হলে আজিজকে ভর্তির ব্যপারে জুয়েল সবকিছু জানে এটা স্বীকার করেছেন। আজিজের একমাত্র বোন জামাই/দুলাভাই জানান তিনি বাসায় ছিলেন না সে সময়। বাসায় ফিরে জানতে পারেন আজিজকে তার বড় ভাই লিটনের উপস্থিতিতে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। বাড়ির মহিলাদেরকে জিজ্ঞাসা করলে বলে তারা ওয়ারেন্ট নিয়ে এসেছে পুলিশের সাথে কি কথা বলব আমরা।

এখন প্রশ্ন হলো “নিউ সুন্দর জীবন” মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র কেন ডিবি পুলিশ পরিচয় দিয়ে আজিজকে ধরে নিয়ে আসল। আজিজের মা গুলশান আরা বিবির নামে ভর্তি দেখানো হলেও সই করেছে লিটন। আর এভাবে কতজনকে পুলিশ বা ডিবি পরিচয় দিয়ে “নিউ সুন্দর জীবন”-এ ধরে নিয়ে যাওয়া হয়েছে ভর্তির জন্য এবং তাদের ভাগ্যে কি কি ঘটেছে। এলাকা বাসির দাবী যতদ্রুত সম্ভব এটার একটা সুষ্ঠ তদন্ত হওয়া উচিৎ। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার এবং মায়ের ছেলে আজিজ যাতে মায়ের কোলে ফিরে আসতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।