ক্রীড়া ডেস্ক : আর্সেনালের ফরাসি ডিফেন্ডার লরাঁ কোসিয়েলনির অ্যাকিলিসে চিড় ধরা পড়েছে। করাতে হয়েছে অস্ত্রোপচারও। তাকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে বলে নিশ্চিত করেছেন আর্সেনালের বিদায়ী কোচ আর্সেন ওয়েঙ্গার।
ওয়ান্ডা মেট্রোপলিটানোতে গত বৃহস্পতিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ম্যাচের শুরুর দিকে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কোসিয়েলনি।
ফ্রান্স ফুটবল ফেডারেশন গত শুক্রবারই জানিয়ে দিয়েছে, কোসিয়েলনি জুনে অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপে খেলতে পারবেন না। ওয়েঙ্গারের মতে, ৩২ বছর বয়সি এই ডিফেন্ডারকে পরের মৌসুমের প্রথম তিন মাসও মাঠের বাইরে থাকতে হবে।
বুধবার লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে ওয়েঙ্গার বলেছেন, ‘সে অনেকটাই বিধ্বস্ত। কারণ তার অস্ত্রোপচার করাতে হয়েছে। এর অর্থ ছয় মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। ডিসেম্বরের আগে তাকে মাঠে দেখতে পারবেন না।’
কোসিয়েলনি আগেই ঘোষণা দিয়েছেন, রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেবেন তিনি। কিন্তু বিশ্বকাপে তার খেলাই আর হচ্ছে না।
কোসিয়েলনিকে হারানোটা ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন কোচ দিদিয়ের দেশম। গত শুক্রবার দেশম বলেছেন, ‘এটা ফ্রান্স দলের জন্য বড় ধাক্কা। চোট কখনো সঠিক সময়ে আসে না।’
‘কোসিয়েলনির জন্য আমি দুঃখিত। কারণ, এই বিশ্বকাপ কোসিয়েলনি ও তার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। আশা করি, সে শক্ত ও ভালোভাবে আবার মাঠে ফিরে আসবে। আমি নিশ্চিত, এখনো তার দেখানোর অনেক কিছু বাকি আছে’- বলেন ফ্রান্সের কোচ।


