জাতিসংঘের কর্মকর্তাদের বিরুদ্ধে ৩১টি নতুন যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : গত তিন মাসে জাতিসংঘের কর্মকর্তাদের বিরুদ্ধে ৩১টি নতুন যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এর অর্ধেক অভিযোগই জাতিসংঘের শরণার্থী বিষয়ক কর্মকর্তাদের বিরুদ্ধে। শুক্রবার সংস্থাটি এ কথা জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সবগুলো অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আবার বেশ কিছু অভিযোগের সত্যতা যাচাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। গত তিন মাসে ১৪টি অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে এবং একটির সত্যতা পাওয়া গেছে। ৩১টি অভিযোগের ১২টিতে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও মালিতে দায়িত্ব পালন করা শান্তিরক্ষী মিশনের কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে। এসব ঘটনার অধিকাংশগুলোতে আবার বেসামরিক কর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে, যারা সবাই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দপ্তরে কাজ করতেন। তিনটি ঘটনায় আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা এবং একটিতে ইউনিসেফের কর্মী জড়িত বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দশক ধরে হাইতি ও দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের হাতে যৌন নিপীড়নের অভিযোগ করে আসছে গণমাধ্যম ও জাতিসংঘ। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের নাম। অভিযোগে উল্লেখিত এসব ঘটনার প্রায় ১২টি সংঘটিত হয়েছে ২০১৭ সালে, দুটি গত বছর এবং ছয়টি ২০১৫ সালে বা তার আগে। বাকী ১১টি ঘটনার কোনো তারিখ উল্লেখ করা হয়নি। স্টিফেন দুজারিক বলেছেন, ‘যে অভিযোগগুলো আমরা পাচ্ছি সেগুলো কয়েক বছর আগের।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘লোকজন এখন অভিযোগ নিয়ে সামনে আসতে মুক্ত ও নিরাপদ বোধ করছে।’ তিনি জানান, মধ্য আফ্রিকা, দক্ষিণ সুদান, কঙ্গো ও হাইতিতে নিপীড়নের শিকারদের অধিকার রক্ষায় পরামর্শক নিয়োগ দিয়েছে।