
নিজস্ব প্রতিবেদক : জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতার ৩৩তম আসরের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, অ্যাথলেটদের কুচকাওয়াজ ও মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
বিভিন্ন জেলা ও বিকেএসপির মোট ৪৩টি দলের ৩৫১ জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন।
তথ্যমন্ত্রী উদ্বোধনী ভাষণে বলেন, জঙ্গি, মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে শরীরচর্চা ও ক্রীড়াশৈলী বিশেষ ভূমিকা রাখে। বিশ্রাম ও বিনোদন মানবাধিকারের অংশ। অ্যাথলেটিকস সুস্থ জীবন গড়ার ও অন্যতম শ্রেষ্ঠ বিনোদনের মন্ত্র।
ক্রীড়াবিদদের দেশের প্রতিনিধি আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, তাদের বুকে থাকে দেশপ্রেম, অসীম সাহস, পরাজয়ে নির্ভিকতা আর জয়ের একাগ্র সাধনা। চর্চা ও পরিশ্রমের মাধ্যমেই একজন ক্রীড়াবিদ তার নৈপুণ্যের শিখরে পৌঁছান।
হাসানুল হক ইনু ১৯৬৫ সালে এ স্টেডিয়ামে তৎকালীন পূর্ব পাকিস্তান দলের ক্রীড়াবিদ হিসেবে সফল অংশগ্রহণের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আয়োজক সংস্থার সভাপতি এ এস এম আলী কবীর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।
এ বছরের জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় ১৮ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ২০টি ও ১৬ থেকে ১৭ বছর বয়সী বালক-বালিকাদের জন্য ১৩টিসহ মোট ৩৩টি ইভেন্টে প্রতিযোগিতা হচ্ছে। একশত, দুইশত, আটশত মিটার দৌড়, রিলে রেস, উচ্চ ও দীর্ঘ লাফ, শর্টপুট ও জ্যাভেলিন নিক্ষেপসহ আকর্ষণীয় ইভেন্টে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা।