জাপানে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার পাঁচ দেশ সফরের শুরুতে রোববার সকালে জাপানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাপানসহ দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন সফর করবেন তিনি। গত ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এই সফর সবচেয়ে দীর্ঘতম। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ১৯৯১ সালের শেষ ও ১৯৯২ সালের শুরুতে এমন দীর্ঘ সময় এশিয়া সফর করেছিলেন।

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু কার্যক্রম বাড়ানো নিয়ে বিবদমান উত্তেজনার মধ্যে এশিয়া সফরে এলেন ট্রাম্প। তার এ সফরে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনা গুরুত্বের শীর্ষে থাকবে। দক্ষিণ কোরিয়া ও জাপানকে সঙ্গে নিয়ে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে চীনের প্রতি আহ্বান জানাবেন ট্রাম্প।

ট্রাম্পের এশিয়া সফরের আরো খবর- ১১ দিনের এশিয়া সফরে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের বলেন, তার এই এশিয়া সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘প্রত্যাশা করছি, আমরা পুতিনের সঙ্গে সাক্ষাৎ করব। উত্তর কোরিয়া ইস্যুতে আমরা পুতিনের সাহায্য চাই।’

রোববার সকালে জাপানের রাজধানী টোকিওর পশ্চিমে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ঘাঁটি ইয়োকোটায় অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘কোনো ব্যক্তি, কোনো স্বৈরশাসক, কোনো শাসনব্যবস্থা আমেরিকান সমাধানকে ভর্ৎসনা করতে পারে না।’

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প। এরপর তারা গলফ খেলবেন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন