
ক্রীড়া ডেস্ক : হ্যামস্ট্রিং চোটের কারণে জার্মানি ও ব্রাজিলের বিপক্ষে ইংল্যান্ডের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না টটেনহাম হটস্পারের মিডফিল্ডার ডেলে আলী।
গত বুধবার ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের শেষ দিকে চোট পান ডেলে আলী। তার আগেই তিনি করেন জোড়া গোল। তাতে রিয়ালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে টটেনহাম।
২১ বছর বয়সি মিডফিল্ডার রোববার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে পারেননি। ম্যাচের আগে টটেনহামের কোচ মাউরোসিও পচেত্তিনো জানান, ডেলে আলীর চোটটা ‘মাইনর’ (ছোট)। তবে ইংল্যান্ডের দুটি প্রীতি ম্যাচে তিনি খেলতে পারবেন না।
ইংল্যান্ড জাতীয় দল এখনো ডেলে আলীর বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। আগামী শুক্রবার ওয়েম্বলিতে জার্মানিকে আতিথেয়তা দেবে ইংল্যান্ড। পরে মঙ্গলবার একই মাঠে ব্রাজিলের বিপক্ষে খেলবে ‘থ্রি লায়নস’রা।
আন্তর্জাতিক বিরতির পর টটেনহাম তাদের পরের ম্যাচে নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের বিপক্ষে খেলবে ১৮ নভেম্বর।
ডেলে আলী এ মৌসুমে টটেনহামের হয়ে ১৬ ম্যাচে সাত গোল করেছেন। এর মধ্যে শেষ চার ম্যাচে করেছেন চার গোল।
২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত তিনি ২২ ম্যাচ খেলেছেন, গোল করেছেন দুটি।