জিডিপিতে বিআরডিবির অবদান উল্লেখযোগ্য

সচিবালয় প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) প্রতিষ্ঠার পর থেকেই দেশের গ্রামপর্যায়ে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণসহ দেশ গঠনে কাজ করছে। উল্লেখযোগ্য অবদান রাখছে জাতীয় পর্যায়ে জিডিপিতে। জিডিপিতে বিআরডিবি’র অবদান শতকরা প্রায় ২ ভাগ।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে বিআরডিবি’র সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির ৪৮তম বোর্ডসভা এবং জেলা ও উপজেলা অফিসসমূহে গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মো. ইসরাফিল আলম এমপি এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানাসহ বোর্ডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বিআরডিবি’র ১০টি জেলা কার্যালয়ের জন্য ১০টি গাড়ির চাবি হস্তান্তর করেন। জেলাগুলো হলো- সিলেট, কুমিল্লা, ভোলা, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, দিনাজপুর, বগুড়া, রাজশাহী ও নরসিংদী।

এছাড়া ২০টি জেলার জন্য বিআরডিবি সদর দপ্তর থেকে পুরাতন ৫টি ব্যবহৃত গাড়িসহ মোট ২০টি গাড়ি হস্তান্তর করা হয়। এ সময় পিআরডিপি-৩ প্রকল্পের ক্রয়কৃত ১০০টি মোটরসাইকেল উপজেলা পল্লী উন্নয়ন অফিসেও হস্তান্তর করা হয়।

এ সময় মন্ত্রী বলেন, এসব গাড়ি ও মোটরসাইকেল বিআরডিবি’র জেলা ও উপজেলা অফিসের কার্যক্রমকে আরো গতিশীল করবে। দারিদ্র্য বিমোচনে তারা আরও ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিনটি প্রকল্পসহ ছয়টি প্রকল্প বিআরডিবি বাস্তবায়িত করেছে। এছাড়া পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে একাধিক প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিআরডিবির কার্যক্রম তুলে ধরে খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুরু থেকে বিআরডিবি গ্রামপর্যায়ে এক লাখ ৭২ হাজার ৩৫৭টি সমিতি তথা দল গঠন করেছে, যার মোট সদস্যসংখ্যা ৫২ লাখ ৭৩ হাজার এবং সদস্যদের নিজস্ব মূলধন ৫৯৮ কোটি ৯৩ লাখ টাকা। বিআরডিবি’র সরবরাহকৃত সেচযন্ত্রের আওতায় প্রতি বছর প্রায় ২ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে সেচ আবাদ করে প্রায় ১৩ লাখ টন অতিরিক্ত খাদ্য উৎপন্ন হচ্ছে। ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজনের জন্য বিআরডিবি ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৬৬ কোটি ৭৪ লাখ টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করে এবং সেচ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫২৪টি অচল গভীর নলকূপ সচল করা হয়েছে।