
নিজস্ব প্রতিবেদক : সরকার পক্ষের মামলা পরিচালনাকারী আইন কর্মকর্তা তথা জিপি, পিপিকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের (জেএসসি) অধীনে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, ‘সরকার পক্ষের মামলা পরিচালনাকারী আইন কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে নিয়োগ দান। আজকের সম্মেলনে বিষয়টি নিয়ে কথা হয়েছে। আমারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘জিপি, পিপিদের বেতন-ভাতা বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার।’
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনায় আদালতের নির্দেশনার প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত কী জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে কথা বলা ঠিক হবে না।’
সম্মেলনে আইনমন্ত্রী জেলা প্রশাসকদের বিভিন্ন মতামত নিয়ে আলোচনা করেন।