জেএমবির চার সদস্যের ১২ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানার বিস্ফোরক আইনের একটি মামলায় জেএমবির চার সদস্যের ১২ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক নিত্যানন্দ সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইসহাক শেখ, মো. আনাছ আলী, মো. রফিকুল ইসলাম ও মো. খলিল মিয়া।

মামলার অভিযোগ থেকে জানা যায়, র‌্যাব ফোর্সের সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কিছু জেএমবির গোপন আস্তানা রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে উইংয়ের ডিএডি নাজির আহম্মেদের দল এবং র‌্যাব-১১ ২০০৭ সালের ১ আগস্ট অভিযান পরিচালনা করে ২ আগস্ট রাত ২টার সময় পল্লবী থানাধীন বাড়ি-৯, সেকশন-১২, রোড-২১ এর ব্লক সি-এ সন্দেহভাজন একটি মেসের সন্ধান পায়। সেখান থেকে জেএমবির এই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়।

ওই ঘটনায় র‌্যাব-১১ এর উপপরিদর্শক খন্দকার মো. মিজানুর রহমান ওই দিনই পল্লবী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০০৭ সালের ২৮ আগস্ট পল্লবী থানার উপপরিদর্শক আবু সাঈদ আকন্দ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১৩ নভেম্বর আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলায় ১৮ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।