ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের নেতা কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফিরোজ হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর দেড়টার দিকে শহরের চানপাড়ায় এ ঘটনা ঘটে। ফিরোজ শহরের চানপাড়া এলাকার আনসার উদ্দিনের ছেলে। এ সময় দুর্বৃত্তদের হামলায় দিপু নামে এক যুবক আহত হয়েছেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, দুপুর দেড়টার দিকে শহরের চানপাড়ায় ফিরোজ হোসেন ও দিপু বসে গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের রামদা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজের মৃত্যু হয়।

ফিরোজ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলে দলের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা জানিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তিনি।