
এস.এম. মনির হোসেন জীবন : টঙ্গী প্রেসক্লাবের সিনিয়র সদস্য মরহুম সাংবাদিক সিদ্দিকুর রহমানের ১১তম স্মরণসভা উপলক্ষে গতকাল বিকেলে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে এ স্বরণসভায় সভাপতিত্ব করেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মেরাজ উদ্দিন।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, নূরল ইসলাম, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ কাশেম রানা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, সাবেক সাংগঠরিক সম্পাদক এস.এম মনির হোসেন জীবন,সাংবাদিক সিদ্দিকুর রহমানের ছোট ভাই টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এ লতিফ, সাংবাদিক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, মহিউদ্দিন সরকার, মাহবুবুর রহমান চৌধুরী,এম আর নাসির, গাজী খলিলুর রহমান, হাসান মামুন, মাকসুদ আহমাদ রবিন প্রমুখ।
স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক সিদ্দিকুর রহমান ছিলেন সত্যের পক্ষে এবং মানুষের পক্ষে। গণতন্ত্রের পক্ষে। বাংলাদেশের পক্ষে। সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তিনি এ দেশের উজ্জ্বল দৃষ্টান্ত। সৎ সাংবাদিকতার পথিকৃত ছিলেন, অন্যের দ্বারা প্রভাবিত বা আবেগ দ্বারা তাড়িত হতেন না তিনি। ঘটনার ভেতরের ঘটনা বের করে আনতে পারতেন। তিনি জীবনভর সুনাম বজা রেখে সাংবাদিকতা করেছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে মেন সোচ্চার ছিলেন তেমনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কখনও আপোস করতেন না।
উল্লেখ্য, সাংবাদিক সিদ্দিকুর রহমান ২০০৬ সালের ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি টঙ্গীতে সৎ ও নির্ভীক সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।