টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রুমে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছে। শফিউল ইসলামের পরিবর্তে খেলছেন লিটন কুমার দাস। দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। কুইন্টন ডি কক আজ খেলছেন না। তার পরিবর্তে খেলবেন মোসেহলি। আর প্যাটারসনের পরিবর্তে খেলবেন প্রিটোরিয়াস।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ রানে হার মানে টাইগাররা। আজ শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যতিক্রম কিছু ঘটে কিনা দেখার বিষয়। অন্তত একটি জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করুক বাংলাদেশ তেমনটাই প্রত্যাশা সবার।