টাঙ্গাইলে ইউপি নির্বাচনে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউপি নির্বাচনে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনায় ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাউদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ১৪০/১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার রাতে ঘাটাইল থানায় এই মামলা দায়ের করা হয়। শুক্রবার সন্ধ্যায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরিআগে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ, বৃহস্পতিবার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল। নির্বাচনের আগের দিন বুধবার দিবাগত রাতে সাগরদিঘী ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশ ভোটকেন্দ্র পাহারা দিচ্ছিল। ভোর রাত ৪টার সময় একদল দুষ্কৃতকারী অস্ত্র নিয়ে ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স কেড়ে নিয়ে বাক্সে ব্যালট পেপার ভর্তি করতে থাকে। এ সময় খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী তাদের বাধা দেয়। পরে জালভোট প্রদানকারীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। এ সময় দুষ্কৃতকারীরা ফাঁকা গুলি ছুড়ে ভীতি প্রদর্শন করলে পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এ সময় আব্দুল মালেক মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।