টাঙ্গাইলে এইচএসসি প্রশ্নপত্র ফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষাকেন্দ্র নিশ্চিতে অভিযান

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : মঙ্গলবার টাঙ্গাইল জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে র‌্যাব-১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।

এ সময় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে নকলমুক্ত ও ভুয়া প্রশ্নপত্র জালিয়াতির খপ্পরের বিষয়ে অভিভাবকদের উদ্দেশে সতেচনতামূলক বক্তব্য দেন র‌্যাব কমান্ডার।