
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া পয়েন্টের ভাঙারমুখ সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। ১০ জনের মধ্যে চার নারী ও ছয় শিশু রয়েছে।কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লে. জাফর ইমাম শরীফ জানান, মিয়ানমারের গুদামপাড়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে রোহিঙ্গাবাহী একটি নৌকা। কিন্তু অতিরিক্ত যাত্রী ও স্রোতের কারণে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া পয়েন্টে নৌকাটি ডুবে যায়। পরে কোস্টগার্ড ও স্থানীয়রা ২১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। এরপর ছয় শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়। নৌকাটিতে ৬৫ জন রোহিঙ্গা ছিল।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় ২৬টি নৌকাডুবির ঘটনায় ১৭৯ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।