টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০০ রানের পাহাড়

ক্রীড়া ডেস্ক : মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০০ রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ড। কিন্তু ঘরের মাঠে কোহলির ডাবল সেঞ্চুরি আর মুরালি বিজয় ও জয়ন্ত যাদবের সেঞ্চুরিতে উড়ে চলছে ভারত।

শুরুতে ব্যাট করা ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য থেকে ৩৬ রান দূরে থেকেই ৭ উইকেট হারিয়েছিল স্বাগতিক ভারত। দলীয় অধিনায়ক বিরাট কোহলি ক্রিজে থাকায় আরও বহুদূর যাওয়ার স্বপ্ন দেখছিল ভারতীয় সমর্থকরা। ভক্তদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে তৃতীয় দিনে ১৪৭ রানে অপরাজিত কোহলি চতুর্থ দিনে ইনিংসটাকে নিয়ে যান ডাবল সেঞ্চুরির মাইলফলকে।

৪৫১ রানে তৃতীয় দিন শেষ করা স্বাগতিক ভারত লাঞ্চের আগ পর্যন্ত ৫৭৯ রান সংগ্রহ করে। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন জয়ন্ত যাদব। লাঞ্চের পর ভারতের নবম ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমে  সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি। ২০৪ বল মোকাবেলা করে ১৫টি চারের সাহায্যে ১০৪ রানের ইনিংসটি সাজান জয়ন্ত। তাছাড়া ৩০২ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করার পথে ২৩টি বাউন্ডারি হাঁকিয়েছেন বিরাট কোহলি। তার ২৩৫ রানের ইনিংসটিতে মাত্র ১টি ছক্কা হাঁকান ভারতীয় এ টেস্ট অধিনায়ক।

শেষপর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৬৩১ রান তুলে অলআউট হয়েছে ভারত। গতকাল ভারতের হয়ে মুরালি বিজয় ১৩৬ এবং চেতশ্বর পূজারা ৪৭ রানে আউট হয়েছিলেন। প্রথম ইনিংস শেষে ইংল্যান্ডের চেয়ে ২৩১ রানে এগিয়ে আছে ভারত।

বল হাতে ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৪টি উইকেট নেন। দুটি করে উইকেট নেন মঈন আলী ও জো রুট। তাছাড়া একটি করে উইকেট নেন জেক বেল ও ক্রিস ওকস।