
আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হলো ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের। শনিবার ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনের ফাঁকে স্বল্প সময়ের জন্য বৈঠক করেন দুই নেতা। ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামাকে গত বছর ‘বেশ্যাপুত্র’ বলে গালি দিয়েছিলেন দুতের্তে। ট্রাম্পের সম্পর্কে এ ধরণের অশালীন মন্তব্য অবশ্য এখনো করেননি দুতের্তে। তবে বুধবার ভিয়েতনাম রওনা হওয়ার আগে সাংবাদিকরা দুতের্তেকে প্রশ্ন করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ফিলিপাইনে চলমান মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন করলে তিনি কী বলবেন। জবাবে দুতের্তে জানান, তিনি ট্রাম্পকে বলবেন, ‘এটা বাদ দেন। এটা আপনার বিষয় নয়। এটা আমার বিষয়।’ দুতের্তের মুখপাত্র হ্যারি রকিউ শনিবার বলেছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল ‘স্বল্প সময়ের জন্য তবে উষ্ণ ও আন্তরিক।’ তিনি বলেন, ‘শেষ পর্যন্ত মুখোমুখি দেখা হওয়ায় দুই নেতা আনন্দ প্রকাশ করেছেন। ট্রাম্প দুতের্তেকে বলেছেন, আবার দেখা হবে।’ প্রসঙ্গত, অ্যাপেক সম্মেলন শেষে রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে যোগ দিতে যাবেন ট্রাম্প।